নীলফামারী জেলা জজ কোর্টের বিজ্ঞ সিনিয়র আইনজীবী মো. শহিদুল ইসলাম শাহ (৭১) ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাড়ে ছয়টায় নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন তিনি । মৃত্যু কালে তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার বড় ছেলে চিকিৎসক ও ছোট ছেলে শিক্ষা নবিশ আইনজীবী। তার মেয়ের জামাতা স্হানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-সচিব।
মরহুমের প্রথম নামাজে জানাজা বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আসরের নামাজের পর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ও দ্বিতীয় জানাজার মাগরিবের পর সদর উপজেলার ইটাখোলা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে তার পারিবারিক কবরস্থান ইটাখোলা শাহ্ পাড়ায় দাফন কার্য সম্পন্ন করা হবে ।