আল ইকরাম বিপ্লব, স্টাফ রিপোর্টার: নীলফামারীর জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নে গণঅধিকার পরিষদের ইউনিয়ন শাখার আংশিক কমিটি তিন মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এক সভার মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
এতে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের জলঢাকা উপজেলা শাখার সভাপতি তাইজুল ইসলাম ও যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বাবলু হোসেন।
এ কমিটিতে মোখলেছুর রহমান, সভাপতি, সাদিকুল ইসলাম মানু সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ বাবু ইসলাম দায়িত্ব পেয়েছেন।
এছাড়াও সর্বমোট ৩১ জন সদস্য নিয়ে তিন মাসের জন্য এই আংশিক কমিটি গঠন করা হয়।
সংগঠনের নেতারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই কমিটি ইউনিয়ন পর্যায়ে গণঅধিকার পরিষদের কার্যক্রম আরও গতিশীল করবে এবং জনগণের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।