• শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন |
Headline :
নীলফামারীতে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা নীলফামারীর সৈয়দপুরে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান জলঢাকায় সুপার ভাইজারকে এলোপাতাড়ি মারপিটের ঘটনায় রংপুর মহাসড়ক অবরোধ নীলফামারী জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকারের ওমরাহ হজ্ব যাত্রা: সকলের নিকট দোয়া কামনা জলঢাকা মাটি খনন কালে পুরাতন বিষ্ণু মূর্তির সন্ধান নীলফামারীতে স্বল্পমূল্যে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু ডোমারে ইট ভাটা প্রস্তুতকারী মালিক সমিতির ইউএনও বরাবরে স্মারকলিপি প্রদান নীলফামারীতে মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জলঢাকায় চাল কম দেওয়ার অপরাধে ডিলারকে জরিমানা সাত দফা দাবী আদায়ে নীলফামারীতে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান

জলঢাকায় শিশু শ্রম ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে শিশুকল্যাণ বোর্ডের ত্রৈ-মাসিক সভা

আবেদ আলী / ৪৭ Time View
Update : শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন

আবেদ আলীঃ নীলফামারীর জলঢাকায় ঝুঁকিপূর্ণ শিশুশ্রম ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে ত্রৈ-মাসিক সভা করেছে উপজেলা শিশু কল্যাণ বোর্ড।

সোমবার (৩ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সকল সদস্যদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় শিশু কল্যাণ বোর্ডকে আরো গতিশীল করে বাল্যবিয়ে রোধ ও শিশুদের সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য সভা সেমিনার সহ বিভিন্ন ক্ষেত্রে ইউএনও”র সহযোগিতা কামনা করেন শিশু কল্যাণ বোর্ডের সদস্যরা।

এছাড়াও শিশুরা সরকারি বিধি মেনে ১৮ বছরের কম বয়সে বিয়ে না দেওয়া এবং ঝুঁকিপূর্ণ শিশুশ্রম প্রভৃতি বিষয় তুলে ধরে শিশু অধিকার পরিস্থিতি পর্যবেক্ষণের আলোকে শিশুরা তাদের এসব মতামত ব্যক্ত করেন। উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ ত্রৈমাসিক সভায় উপস্থিত ছিলেন, শিশু কল্যাণ বোর্ডের সাধারণ সম্পাদক ও উপজেলা সমাজসেবক কর্মকর্তা কামরুজ্জামান, থানার এসআই হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানী রায়, ইএসডিও’র টেকনিক্যাল কো-অর্ডিনেটর (সিএন্ডওয়াই লিড এন্ড প্রটেকশন) লিটন, টেকনিক্যাল কো-অর্ডিনেটর বকুল চন্দ্র বর্মণ ও যুব নেটওয়ার্কের বায়েজিদ বাপ্পী প্রমুখ।

সভায় উপজেলা শিশুকল্যান বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category