• শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন |
Headline :
নীলফামারীতে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা নীলফামারীর সৈয়দপুরে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান জলঢাকায় সুপার ভাইজারকে এলোপাতাড়ি মারপিটের ঘটনায় রংপুর মহাসড়ক অবরোধ নীলফামারী জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকারের ওমরাহ হজ্ব যাত্রা: সকলের নিকট দোয়া কামনা জলঢাকা মাটি খনন কালে পুরাতন বিষ্ণু মূর্তির সন্ধান নীলফামারীতে স্বল্পমূল্যে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু ডোমারে ইট ভাটা প্রস্তুতকারী মালিক সমিতির ইউএনও বরাবরে স্মারকলিপি প্রদান নীলফামারীতে মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জলঢাকায় চাল কম দেওয়ার অপরাধে ডিলারকে জরিমানা সাত দফা দাবী আদায়ে নীলফামারীতে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান

ডোমারে ইট ভাটা প্রস্তুতকারী মালিক সমিতির ইউএনও বরাবরে স্মারকলিপি প্রদান

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারী / ৭৪ Time View
Update : শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন

মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমারে জিগজ্যাগ ইটভাটার দুরত্ব সংক্রান্ত বিধিনিষেধ শিথিল সহ ৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে প্রদান করেছে ইটভাটা প্রস্তুতকারী মালিক সমিতির নেতৃবৃন্দরা।

মঙ্গলবার (৪ঠা মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ’র হাতে এই স্মারকলিপি প্রদান করেন।
উক্ত স্মারকলিপিতে মালিকগন তাদের ৭ দফা দাবি উত্থাপন করার পাশাপাশি ৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সরকারের কাছে পাঠানোর আহ্বান জানান ইটভাটা মালিকেরা।

স্মারকলিপিটি ইউএনও হাতে প্রদানের সময় উপস্থিত ছিলেন- শালকি ব্রিকসের স্বত্ত্বাধিকারী জাফর ইকবাল পলাশ, থ্রিথ্রিবি ব্রিকসের স্বত্ত্বাধিকারী একরামুল হক বাদশা, এমএসবি ব্রিকসের স্বত্ত্বাধিকারী জামিয়ার রহমানসহ সমিতির অন্যান্য নের্তৃবৃন্দরা।

ইটভাটা মালিকদের উত্থাপিত ৭ দফা দাবি হলো- জিগজ্যাগ ইটভাটার জন্য দুরত্ব সংক্রান্ত বিধিনিষেধ শিথিল, প্রশাসনিক হয়রানি বন্ধ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান স্থগিত, সরকার থেকে ইটভাটা বন্ধ করা হলে ক্ষতিগ্রস্ত মালিকদের ক্ষতিপূরণ প্রদান, মাটি কাটার অনুমতির জন্য জেলা প্রশাসকের প্রত্যয়নপত্র নেওয়ার বিধান বাতিল, পরিবেশগত ছাড়পত্র সহ প্রয়োজনীয় নিবন্ধন গ্রহণ, নবায়নের জন্য মালিক সমিতির প্রত্যয়নপত্র গ্রহণ বাধ্যতামূলক করার পাশাপাশি ইটভাটাকে শিল্পখাত হিসেবে ঘোষণা এবং ইটভাটা পরিচালনায় পূর্ণাঙ্গ দীর্ঘমেয়াদী নীতিমালা প্রণয়নের বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।

এছাড়াও দেশের অর্থনীতিতে ইটভাটা শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এই খাতে প্রায় ৫০ লাখ শ্রমিক প্রত্যক্ষভাবে কর্মরত থাকার কথা জানিয়ে দাবি না মানলে ঈদের পর ঢাকা মহাসমাবেশ সহ কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম জানান, ইটভাটা মালিকদের ৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপি গ্রহণ করেছি এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে এবং সেটি যেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার কাছে পৌঁছায় তার ব্যবস্থা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category