নীলফামারী জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার ও তার সহধর্মিণী স্বপ্না আলমগীর পবিত্র ওমরাহ হজ্ব পালনের উদ্দেশ্যে আগামী ৮ মার্চ সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবেন। মহান আল্লাহর সান্নিধ্যে নিজেকে সমর্পণ করতে এবং ইসলামের পবিত্র স্থানসমূহ জিয়ারত করতে তারা এই সফরে যাচ্ছেন।
এ মহিমান্বিত ইবাদত পালনের আগে আ.খ.ম আলমগীর সরকার ও স্বপ্না আলমগীর সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন, যেন আল্লাহ তাআলা তাদের ওমরাহ কবুল করেন এবং সুস্থ ও নিরাপদে দেশে ফিরে আসার তৌফিক দান করেন।
তারা দেশ, জাতি ও দলের শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দেশ ও সকল মানুষের কল্যাণে দোয়া করার আহ্বান জানিয়েছেন।
সকলের দোয়া প্রার্থী—
আ.খ.ম আলমগীর সরকার ও স্বপ্না আলমগীর।