মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ“অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী-কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ইং উদযাপন উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা এবং দুঃস্থ মহিলাদের অর্থ সহায়তার চেক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ই মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমের আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ।
কিশোর-কিশোরী ক্লাবের প্রশিক্ষক সোনামনি কলি বর্ষার সঞ্চালনায় এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান অফিসের আব্দুল বারী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অঃদাঃ) নুরুন্নাহার শাহজাদী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, সহ-সভাপতি ওসমান গণি দুলাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোজাফফর আলী প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী সংগঠনের নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মী ও সাধারণ শিক্ষার্থীবৃন্দরা আলোচনা সভায় অংশ গ্রহণ করেন।
উক্ত আলোচনা সভা শেষে নারী-কন্যার উন্নয়নে দুঃস্থ মহিলাদের মাঝে অর্থ সহায়তার চেক প্রদান করেন অতিথিবৃন্দ।