পবিত্র মাহে রমজান উপলক্ষে নীলফামারীতে অসহায় মানুষের ও বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ করেছে জেলা জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর মো. আসাদুজ্জামান খান রিনো। সোমবার (১০ মার্চ) অসহায় মানুষ ও বিভিন্ন মাদ্রাসায় গিয়ে খেজুর বিতরণ করেন তিনি।
রিনো বলেন, “রমজান হলো সংযম ও ইবাদতের মাস। এই মাসে আমরা যদি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারি, তাহলে রোজার প্রকৃত শিক্ষা বাস্তবায়িত হয়। তাই মানবিক দায়িত্ববোধ থেকেই আমি নীলফামারীর বিভিন্ন এতিমখানা ও অসহায় মানুষের মাঝে খেজুর বিতরণ করেছি।”
তিনি আরও বলেন,”আমি মনে করি, সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসেন, তাহলে দরিদ্র ও অসহায় মানুষদের কষ্ট অনেকটা লাঘব হবে। রমজান সবার জন্য আনন্দের মাস হোক এই কামনাই করি।”
আসাদুজ্জামান খান রিনো জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ।