• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন |
Headline :
ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত হচ্ছে ১৬০ কোচ, হস্তান্তর ১২৪টি নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ডোমারে মানববন্ধন নীলফামারীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল ডোমারে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত জলঢাকায় বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ  উপজেলার হরিণচড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজিবর রহমান নামে এক ব্যক্তির মৃত্যু ডোমারে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত চিলাহাটিতে মাগুরার আছিয়াসহ দেশব্যাপী ধর্ষন, নিপীড়ন, অনলাইনে হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত নীলফামারীতে আইনজীবী ফোরামের সা.সম্পাদকের এতিমখানায় খেজুর বিতরণ

চিলাহাটিতে মাগুরার আছিয়াসহ দেশব্যাপী ধর্ষন, নিপীড়ন, অনলাইনে হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারী / ১৫ Time View
Update : শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে মাগুরার আছিয়ার ধর্ষন সহ দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ভোগডাবুড়ী ইউনিয়ন চিলাহাটি কলেজ ছাত্রদলসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার ১০ মার্চ সন্ধ্যা ৭ ঘটিকায় চিলাহাটি চৌরাস্তা মোড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ভোগডাবুড়ী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লতিফুর রহমান সবুর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজু, ভোগডাবুড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, ভোগডাবুড়ী ইউনিয়ন যুবদলের আহবায়ক আবু ওয়াজেদ জার্মান, সদস্য সচিব ওবায়দুর রহমান জবা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহরিয়ার সুমন, সাধারণ সম্পাদক শাহনাজ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক জিয়াউল করিম জিয়া, ক্রীড়া সম্পাদক আবু নাঈম সাজ্জাদ ধীমান, ছাত্রনেতা রাকিব ইসলাম, আব্দুর রাজ্জাক, শ্রমিকদল নেতা ইদনাম কবির প্রীতম এবং রাজিব ইসলাম প্রমুখ।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, মাগুরার ছোট বোন আছিয়াকে যে ভাবে বড় বোনের স্বামী ও শ্বশুর কর্তৃক ধর্ষন করার পর তাঁকে হত্যার পরিকল্পনা করছিল সেই নরপশুদের দ্রুততম সময়ের মধ্যে ফাঁসির রায় কার্যকর করার আহবান জানান। বক্তারা বলেন বর্তমান দেশের যে নৈরাজ্য অপরাধ খুন, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, চুরি, ডাকাতিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার উর্ধ্বগতী হওয়ায় সাধারণ মানুষেরা একবেলা ভালো মন্দ খেতে পারছেনা, দেশের মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে। পাশাপাশি প্রতিনিয়ত আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, বিচারহীনতায় ভুগছে সাধারণ মানুষ, এভাবে একটি দেশ চলতে পারে না।

যেখানে সাধারণ মানুষেরা সকালে ঘর থেকে বের হয়ে পূর্ণরায় ঘরে ফিরে আসতে পারবে কিনা তার কোন নিশ্চয়তা নেই। তারা আরও বলেন, অনতিবিলম্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানোর পাশাপাশি প্রশাসনকে সচেতন হওয়ার নির্দেশ প্রদান করেন। এবং দ্রততম সময়ের মধ্যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করে তফসিল ঘোষণার জন্য বর্তমান উপদেষ্টাদের প্রতি আহ্বান জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category