মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ”দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ইং উদযাপন উপলক্ষ্যে র্যালি,আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ই মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় অনুষ্ঠিত মহড়া, র্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা পরিষদের প্রশাসক নাজমুল আলম বিপিএএ।
উপজেলা প্রশাসনের আয়োজনে অন্যন্নদের মাঝে
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ শ্রী রতন চন্দ্র শর্মা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোজাফফর আলী প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ মোকাবিলায় করণীয় সম্পর্কিত প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে অগ্নিনির্বাপক বিভিন্ন সরঞ্জামাদি প্রদর্শন সহ আগুন নেভানোর সহজ কৌশল শেখানো হয়।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক সহ সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।