মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমারে বাদাম ক্ষেতে পানির সেচ দিতে গিয়ে পাম্পের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজিবর রহমান (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (১০ই মার্চ) দুপুরের দিকে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া মজনদি পাড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহত আজিবর রহমান একই এলাকার মৃত মজনদি মামুদের ৪র্থ পুত্র।
এলাকাবাসীর সুত্রে জানা যায়, নিহত আজিবর রহমান তার নিজস্ব বাদাম ক্ষেতে পানি সেচ দিতে গিয়ে পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।