মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৯টি ওয়ার্ডের সভাপতি সম্পাদক ও নেতৃবৃন্দদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের নেতৃত্ব প্রদান করেন ১নং ভোগডাবুরী ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক আবু ওয়াজেদ জার্মান এবং সদস্য সচিব ওবায়দুর রহমান জবা।
সোমবার ১৭ই মার্চ ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদল কর্তৃক আয়োজিত সর্বশেষ ও সমাপনী ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন ভোগডাবুড়ী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবু ওয়াজেদ জার্মান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সদস্য সচিব ওবায়দুর রহমান জবা।
আলোচনা সভায় বক্তারা বলেন বিগত খুনি হাসিনা ও ফ্যাসিবাদী সরকারের যে নির্মম অত্যাচার নির্যাতন নিপীড়ন দেশের মানুষের প্রতি হয়েছে তার প্রমান প্রত্যেকটি ওয়ার্ড ইফতার মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ডাকে সর্বস্তরের নারী ও পুরুষ যেভাবে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন তাতেই প্রমাণিত হয়েছে ফ্যাসিবাদী শাসনামলে মানুষের বাক স্বাধীনতা হরণ করে রেখেছিল।
৫ ই আগস্ট এর ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সেই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছিল এবং বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই দেশে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ডোমার ডিমলা ১ আসনের সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন ভাই আবারোও প্রতিদ্বন্দ্বীতা করবেন।
তাই আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের স্বার্থে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে পুর্নজীবিত করা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।