• শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন |
Headline :
ডোমারে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবার পাঠশালা’র শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত ডোমারে স্বেচ্ছাসেবী সংগঠন সবার পাঠশালার কমিটি গঠন সভাপতি সিহাব সম্পাদক প্রাণহরি ডোমারে সাবেক কাউন্সিলর রাজাকে পিটিয়ে গুরুতর আহত করেছে দূর্বৃত্তরা, গ্রেফতার এক সব্দিগঞ্জ ঈদগাঁ ময়দানে লক্ষাধিক মুসল্লীদের উপস্থিতিতে আদায় হলো পবিত্র ঈদ-উল ফিতরের নামাজ জলঢাকায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে রজত জয়ন্তী ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত জলঢাকায় বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি নীলফামারীতে শ্রমিক দলের ঈদ শুভেচ্ছা বিনিময় জলঢাকায় সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি জলঢাকায় এসএসসি ব্যাচ-২০০১ এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলঢাকায় সোয়াব ফাউন্ডেশনের উদ্দ্যোগে রমাদান ফুড প্যাক বিতরণ

মাইদুল হাসান,  বিশেষ প্রতিনিধি: / ৪২ Time View
Update : শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন

মাইদুল হাসান,  বিশেষ প্রতিনিধি: জলঢাকায় বিদেশি ইসলামীক সংস্থা সোয়াব ফাউন্ডেশনের উদ্দ্যোগে রমাদান ফুড প্যাক বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে গতকাল ২৭শে মার্চ বৃহস্পতিবার সকালে বালাগ্রাম ইউনিয়নের বিজলির ডাঙ্গা দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে দিন ব্যাপী এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সোয়াব ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার লোকমান হোসেন এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ফুড প্যাক বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি ও নীলফামারীর জেলা জামায়াতের শুরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ্ সালাফী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার আমীর মাওলানা মোখলেছুর রহমান, প্রেসক্লাব সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার নায়েবে আমীর আলহাজ্ব মাওলানা কামারুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ও জলঢাকা উপজেলা ছাত্র শিশির সভাপতি তাজমুল হাসান সাগর, সোয়াব ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজার এস.এম এমদাদুল ইসলাম, এসিস্ট্যান্ট ম্যানেজার আবু সাঈদ মোল্লা, সিনিয়র অফিসার জিয়াউর রহমান, প্রোগ্রাম অফিসার জোবায়ের হোসেন ও ওসমান আলী প্রমুখ।

সোয়াব ফাউন্ডেশনের সেচ্ছাসেবক মনোয়ার হোসেন বাবু’র সঞ্চালনায় ৪শত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ৫কেজি আলু, ৫ প্যাকেট লাচ্ছা সেমাই, ৫কেজি ময়দা, ২কেজি মুড়ি, ১লিটার সয়াবিন তৈল, ১ কেজি মুশুর ডাল, ১ কেজি চিনি এবং ১কেজি লবন বিতরণ করা হয়।

পরে ১শত ৩০জন অতি দরিদ্রকে ৭হাজার টাকার যাকাত প্রদান করা হয় এবং সন্ধ্যায় পবিত্র রমাদান মাসের ১ হাজার রোজার মানুষকে ইফতার খাওয়া হয়।

এ বিষয় সোয়াব ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার লোকমান হোসেন গণমাধ্যমকে জানান, সোয়াব ফাউন্ডেশন সাধারণত দরিদ্র জনগোষ্ঠীর জন্য কাজ করে। পবিত্র রমজান মাসে উত্তরাঞ্চলের নীলফামারী জেলাকে আমরা প্রথম স্তরে রেখেছি এবং সেই অনুযায়ী জন কল্যাণ মুলক সেবা প্রদানে সোয়াব বদ্ধপরিকর। এরই ফলশ্রুতিতে জলঢাকা উপজেলার ৪শত সুবিধা ভোগির মাঝে এ সকল খাদ্য সামগ্রি উপঢৌকন বিতরন করা হলো। এছাড়াও ১শত ৩০ জন উপকারভোগির হাতে যাকাত বাবদ নগদ ৭ হাজার করে এবং সন্ধ্যায় ১ হাজার রেজাদার ব্যক্তিকে ইফতার করানো হয়েছে।


More News Of This Category