পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নীলফামারীর ডিমলা উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) ইসলামীয়া ডিগ্রি কলেজ মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন ও প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আরিফ উল ইসলাম লিটন। এতে সভাপতিত্ব করেন ডিমলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম।
এসময় বিএনপির চেয়ারপারসনের বেগম খালেদা জিয়া রোগমুক্তি কামনায় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, রমজানের তাৎপর্য এবং দেশের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তারা জনগণের অধিকার আদায়, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।