মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলার ৪নং জোড়াবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বেতগাড়া ডাক্তার পাড়ার এলাকায় ছয় বছর বয়সী শিশু শ্রেণীতে পড়ুয়া এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে একই ওয়ার্ডের ধঞ্চনপুর বাজারে মাংস বিক্রেতা খলিলুর রহমান ডাবলু (৬০) কে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
রবিবার ৬ই এপ্রিল সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার ৪নং জোড়াবাড়ী ইউনিয়নের ধঞ্চনপুর বাজার থেকে ডাবলুকে গ্রেফতার করা হয়।
শনিবার সকাল থেকে বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক ভাবে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয়দের অভিযোগ শুক্রবার রাতে ছয় বছর বয়সী শিশুকে যৌন হয়রানির ঘটনার সত্যতা রয়েছে। এছাড়াও মাংস ব্যবসায়ী ডাবলু দীর্ঘদিন ধরে নারী সংক্রান্ত কেলেঙ্কারির সাথে জড়িত রয়েছেন বলেও স্থানীয়রা জানায়।
থানা সুত্র জানায়, ভিকটিমের বাবা গোলাম মির্জা গত ৫ই এপ্রিল রাতে মাংস বিক্রেতা খলিলুর রহমান ডাবলুর বিরুদ্ধে ধর্ষনের চেষ্টার একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সুত্রে যানাযায়, গত ২৮শে মার্চ শুক্রবার বিকাল আনুমানিক সাড়ে তিনটার দিকে ডাবলুর বাড়ির সামনে মেয়েটি খেলাধুলা করছিল, এমন সময় ডাবলু মেয়েটিকে একা পেয়ে ফুসলিয়ে ঘরের ভিতর নিয়ে খাটে শোয়াইয়া তার পরনের কাপড় খুলে মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষনের চেষ্টা করে।
এসময় মেয়েটির আত্নচিৎকারে এলাকার লোকজন ছুটে এলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে ডাবলু সটকে পড়ে।
ঘটনার বিষয়ে শিশুটির মা জানায়, মাংস বিক্রেতা খলিলুর রহমান ডাবলু অর্থের বিনিময়ে এই ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। শিশুটির স্বজনেরা জানান, অভিযুক্ত ব্যক্তি ডাবলু তার নিজ বাড়িতে ডেকে নিয়ে শিশুটির সাথে অনৈতিক আচরণ করেছে।
মেয়েটির পরিবার এবং আত্নীয় স্বজন এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ডাবলুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ঘটনার বিষয়টি জানতে মাংস ব্যবসায়ী খলিলুর রহমান ডাবলুর সঙ্গে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য প্রদান সম্ভব হয়নি।
ঘটনার বিষয়ে ডাবলুর ছেলে ৪নং জোড়াবাড়ি ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মাহমুদ রিপন বলেন, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমাকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার পাশাপাশি দলীয় ভাবমূর্তি নষ্ট করতে উদ্দেশ্য প্রনোদিতভাবে প্রতিপক্ষরা আমার বাবার নামে মিথ্যা অভিযোগ রটাচ্ছে।
এবিষয়ে জানতে চাইলে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহিরুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি, তবে ভিকটিমের পরিবার আমাকে জানিয়েছে মাংস বিক্রেতা ডাবলু নাকি শিশুটির গাল ধরে টেনেছে।
ঘটনার বিষয়ে ৪নং জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলম জানান ঘটনার বিষয়ে অনেকেই বলাবলি করতেছে, তবে বিষয়টি ৬/৭ দিন আগের ঘটনা কোন পক্ষই আমাকে ঘটনার বিষয়ে অবগত করেনি। আর আমিও এ বিষয়ে কিছু জানিনা। ডোমার থেকে বৈষম্যবিরোধী ছাত্ররা এসে আমাকে ফোন করেছিল, এরপর আমি সেখানে গিয়ে তাদের সাথে দেখা করেছি, সেখানে গিয়ে আমি শুনি কেউ বলে মিথ্যা কেউ বলে সত্য ঘটনার বিষয়ে আমি যেহেতু অবগত নই তাই আমি এ বিষয়ে কিছু বলতে চাইনা।
এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান,গতকাল রাতে ভিকটিমের বাবা গোলাম মির্জা বাদী হয়ে খলিলুর রহমান ডাবলুর বিরুদ্ধে ধর্ষনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন। মামলা রুজু করা হয়েছে এরই ধারাবাহিকতায় আজ বেলা সাড়ে এগারোটা দিকে ধঞ্চনপুর বাজার থেকে ডাবলুকে গ্রেফতার করা হয়েছে। এবং দুপুরে তাকে বিঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।