নীলফামারীর ডিমলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) সকাল ১০টায় ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিও-জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন শিক্ষক জাতীয় সমন্বয় কমিটি, ডোমার-ডিমলা, নীলফামারী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ডোমার-ডিমলা (নীলফামারী-১) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিও-জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন শিক্ষক জাতীয় সমন্বয় কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সমন্বয়ক কাজী মাওলানা জাহাঙ্গীর আলম বাদশা। সঞ্চালনা করেন ডিমলা উপজেলা কমিটির সভাপতি ও সমন্বয়ক আবু বক্কর সিদ্দিক (জাফর)।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, সিনিয়র সহ-সভাপতি আরিফ উল-ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান, সহ-সভাপতি আমিনুজ্জামান গাজী এবং ডিমলা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ডিয়ার।
অনুষ্ঠানে ডোমার-ডিমলার সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।