চীনের উপহারের এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মাঠে স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। সোমবার (২১ এপ্রিল) টেক্সটাইল মাঠের সামনে বিভিন্ন শ্রেনীপেশার হাজার হাজার মানুষ০ ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে অংশগ্রহন করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার।
মানববন্ধনে চড়াইখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন মোল্লার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনাম, চড়াইখোলা ইউপি চেয়ারম্যান মাসুম রেজা, চাপড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন মাস্টার, সংগলশী ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউল ইসলাম জিয়া, চড়াইখোলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, নগর দারোয়ানী স্কুল এন্ড কলেজের সভাপতি রায়হানুজ্জামান মোল্লা মিলন বক্তৃতা দেন।
এসময় বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থান সহ দিক থেকে চীনের উপহারের এক হাজার শয্যার হাসপাতালটির জন্য দারোয়ানী টেক্সটাইল মাঠের পতিত ভূমিটি উপর্যুক্ত। এটি উত্তরা ইপিজেড থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে অবস্থিত। সৈয়দপুর বিমানবন্দর থেকে এই জমির দূরত্ব মাত্র ১০ মিনিটের এবং দারোয়ানী রেলস্টেশন থেকে মাত্র ৫ মিনিটের পথ। এছাড়াও এটি নীলফামারী-সৈয়দপুর মূল মহাসড়কের পাশেই অবস্থিত। যার কারণে উত্তরবঙ্গের অন্যান্য জেলার সাথেও এই এর যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সহজ ও সুবিধাজনক। তাই আমাদের দাবি উত্তরের অবহেলিত জেলা নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মাঠে চীনের উপহারের এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতালটি স্থাপন করা হোক।