• মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন |
Headline :
নীলফামারীতে আইনগত সহায়তা দিবস উদযাপিত জলঢাকায় বাজার মনিটরিংয়ে ইউএনও জাইদ ইমরুল মোজাক্কিনের চমকপ্রদ ভূমিকা ডোমারে সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ গ্রেফতার জলঢাকায় স্ত্রীকে নির্যাতন করে ১৭ মাসের শিশু ছিনিয়ে নিল স্বামী ডোমারে শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার মিলনায়তনের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি দানু সম্পাদক সুমন FESTIVAL CARNAGE: At least 9 dead after car ploughs into crowd at street festival in Vancouver leaving ‘bodies everywhere নীলফামারীতে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ডোমারে উৎসব মূখর পরিবেশে শহীদ ধীরাজ-মিজান মিলনায়তনের ভোটগ্রহণ ফ্রিল্যান্সারদের আশার আলো-বাংলাদেশে পেপাল চালুর ইঙ্গিত চিলাহাটিতে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার, সিআইডির মাধ্যমে পরিচয় সনাক্ত

ডোমারে সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ গ্রেফতার

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারী / ১২ Time View
Update : মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার, ডোমার নীলফামারীঃ ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দুলাভাই এবং নীলফামারী-০১ ডোমার -ডিমলা আসনের সাবেক সংসদ ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন এর পিতা অধ্যাপক রফিকুল ইসলামের গাড়িবহরে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় নীলফামারীর ডোমারের সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।

সোমবার ২৮শে এপ্রিল সকাল সাড়ে দশটায় উপজেলার ৭নং বোড়াগাড়ী ইউনিয়নের বটতলী মোড় নামক এলাকা থেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম।

গ্রেফতারকৃত তোফায়েল আহমেদ উপজেলার ৭নং বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী চান্দিনা পাড়া এলাকার মৃত শওকত আলীর ছেলে।

মামলা সুত্রে যানাযায় ২০১৮ইং সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলামের নির্বাচনী গাড়ি বহরে হামলা, ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় ৪নং জোড়াবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল ইসলাম বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা নং-২০(১০)২৪ ইং দায়ের করেন। এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে থানা সুত্র জানায়।

এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দুলাভাই অধ্যাপক রফিকুল ইসলাম নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করেন। তার নির্বাচনী প্রচারনার বিএনপি সমর্থকদের গাড়িবহরে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা উল্লেখ করে সাম্প্রতিক কালে থানায় বিএনপির পক্ষে রবিউল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তোফায়েল আহমেদ নামীয় আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, ওই মামলায় ইতোমধ্যে প্রধান আসামি নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ আফতাব উদ্দিন সরকার গ্রেফতার হয়ে জেলহাজতে রয়েছেন। দুপুর ১২টায় আইনি প্রক্রিয়া শেষে জেলার বিঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।


More News Of This Category