নীলফামারীর জেলা শহরের বড়মাঠে সবুজায়নের জন্য ফলজ, বনজ, ঔষুধী ও বিভিন্ন জাতের বৃক্ষরোপন এবং পৌর ফিটনেস সেন্টারের উদ্বোধন হয়েছে। শনিবার (৩ মে) বিকেলে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এসময় পৌর প্রশাসক মো. সাইদুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, জেলা আদালতের জিপি আবু মো. সোয়েম, পিপি আল মাসুদ চৌধুরী, ছাত্র প্রতিনিধি ইসমাঈল হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন,“নীলফামারী হাইস্কুল মাঠটি এই জেলার প্রাণকেন্দ্র। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মানুষ এখানে বিনোদনের জন্য আসে। এলাকাটিকে দৃষ্টিনন্দন করতে আজ বৃক্ষরোপণ করা হয়েছে। ফিটনেস সেন্টার স্থাপন করা হয়েছে যাতে মানুষ শরীরচর্চা করতে পারে। এখানে একটি আধুনিক জিম স্থাপনের পরিকল্পনাও রয়েছে। শারীরিক সুস্থতা নিশ্চিত করতে আমাদের এই প্রয়াস। সকলের সহযোগিতায় আমরা জেলাকে এগিয়ে নিয়ে যেতে চাই।”
পৌর প্রশাসক মো. সাইদুল ইসলাম জানান,“এই মাঠে নানা বয়সী মানুষ প্রতিদিন সময় কাটাতে আসে। তাই তাদের মানসিক প্রশান্তি ও শারীরিক সুস্থতা নিশ্চিত করতে আমরা মাঠটিকে সবুজায়ন করছি এবং ফিটনেস সেন্টার গড়ে তুলেছি। এটি ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে।”
#