• শনিবার, ১০ মে ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন |
Headline :
নীলফামারীতে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক অনিয়ম-দূর্নীতি আ.লীগের দোসর আরএমও শামসুদ্দোহার ডোমারে ইউএনও শায়লার যোগদান এবং নাজমুলের বিদায় সংবর্ধনা ধরনিগঞ্জে রাস্তায় খড় শুকাতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় প্রান গেল দিলীপের নীলফামারীতে সুপ্রীম সীডের মেগা মাঠ দিবস অনুষ্ঠিত চীনের উপহারের হাসপাতালের জন্য নীলফামারীর প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন যুগ্ম-সচিব উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদকের নের্তৃত্বে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ তারেক রহমানের খালাতো ভাইয়ের মুক্তির দাবিতে উত্তাল নীলফামারী জেলা বিএনপি জলঢাকায় ২১টি হাট ইজারা থেকে রাজস্ব আয় দুই কোটি ৫০ লাখ টাকা ছাড়াল নীলফামারীতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি তুহিনের মুক্তির দাবিতে নীলফামারীতে যুবদলের বিক্ষোভ মিছিল

নাসির উদ্দিন শাহ মিলন: বার্তা সম্পাদক / ৩১ Time View
Update : শনিবার, ১০ মে ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন

নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নীলফামারী জেলা যুবদল।(৪ মে) বিকেলে জেলা যুবদলের সভাপতি এ এইচ এম সাইফুল্লাহ রুবেল এর দিকনির্দেশনায় বিএনপির দলীয় কার্যালয় থেকে হাজার হাজার মানুষের ঢল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।বিক্ষোভ সমাবেশে যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সদর উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদ রেজাউদ্দৌলার সঞ্চালনায় বক্তব্য রাখেন নীলফামারী জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা হক প্রধান বাচ্চু, সহ-সভাপতি মীর সেলিম ফারুক, সহ-সভাপতি মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান কোকো, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, সদর উপজেলা যুবদলের আহবায়ক শামীম শাহ আলম তমু, পৌর যুবদলের আহবায়ক হাসানুজ্জামান তৌহিদ, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ বাবু,সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক,লুৎফর সর্দার, মীর সাঈদ আল সহ অনেকে। এসময় সমাপনি বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী।
এসময় বক্তারা তুহিনের নামে করা মামলাগুলো উদ্দেশ্যপ্রনোদিত, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে জেল হাজতে প্রেরনের প্রতিবাদ জানান এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি করেন।
প্রসঙ্গত,১/১১ তত্বাবধায়ক সরকারের করা একাধিক মামলায় তুহিনকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। দীর্ঘ ১৮ বছর পর তিনি সম্প্রতি দেশে ফিরে রাজধানীর গুলশানের বাসভবনে উঠেন। আইনপ্রতি শ্রদ্ধা রেখে আদালতে এক মামলায় আÍসমর্পণ করলে তার জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তুহিনের মাতা সেলিনা ইসলাম বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বড় বোন। সে হিসাবে তুহিন খালেদা জিয়ার ভাগ্নে এবং তারেক রহমানের খালাতো ভাই। তুহিন বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য।


More News Of This Category