• মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন |
Headline :
জলঢাকায় জেলা পরিষদ সুপার মার্কেট নির্মাণের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করলেন- প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর নীলফামারীতে বন্ধ থাকা টেক্সটাইল মিলস্ চালুর দাবিতে মানববন্ধন ডোমারে পাঁচ শত কোটি টাকা লুটপাটের মাধ্যমে ক্রয়কৃত নিম্নমানের প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবীতে স্মারকলিপি প্রদান নীলফামারীতে আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন উপজেলার দুই ইউনিয়নে বৈষম্যবিরোধীদের শীতবস্ত্র বিতরণ গৃহবধূ মুক্তার লাশ উদ্ধার,  স্বামী রানা গ্রেফতার শহীদ আব্দুল বারী প্রি-ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ ফলাফল ঘোষণা এবং বই বিতরণ অনুষ্ঠিত জলঢাকায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশকে ফুলেল শুভেচ্ছা নীলফামারীতে শীতার্তদের মাঝে বিএনপি নেতার কম্বল বিতরণ ছাত্রশিবিরের সভাপতি তাজমুল এবং সাধারণ সম্পাদক রেজাউল

জলঢাকায় সাইন্স ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী রোবোটিক্স কর্মশালা অনুষ্ঠিত 

আবেদ আলী / ৭৯ Time View
Update : মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন

আবেদ আলী: নীলফামারীর জলঢাকায় সাইন্স ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী রোবোটিক্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ ও ২৯ ডিসেম্বর জলঢাকা আলহেরা এডুকেয়ার হোম হাইস্কুল হলরুমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে দুই দিনব্যাপী এই রোবোটিক্স কর্মশালা অনুষ্ঠিত হয়।

সাইন্স ক্লাবের প্রতিষ্ঠাতা মাহফুজার রহমান মহব্বতের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের রোবোটিক্স বিষয়ে মৌলিক ধারণা প্রদান করা হয়। এতে শিক্ষার্থীদের চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।

কর্মশালার প্রথম দিন শিক্ষার্থীদের রোবোটিক্স, সেন্সর, মাইক্রোকন্ট্রোলার এবং প্রোগ্রামিং বিষয়ে মৌলিক ধারণা প্রদানে শিক্ষার্থীদের শেখার আগ্রহকে আরো উৎসাহিত করতে ক্লাসশেষে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

দ্বিতীয় দিনে হাতে-কলমে দেখানোর পর “অবস্টাকল এভোইডিং রোবট” প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের রোবোটিক্সের প্রতি আগ্রহ আরো বেড়ে যায়।

কর্মশালা শেষে প্রথম দিনের কুইজ প্রতিযোগিতায় মেধাতালিকায় স্থানপ্রাপ্ত ১০ শিক্ষার্থীকে একটি করে মানসম্মত

ব্যাগ সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে একটি করে টি-শার্ট, সার্টিফিকেট, নোটবুক,

চাবির রিং ও কলম পুরস্কৃত করা হয়।

সমাপনি দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী জলঢাকা উপজেলা শাখার আমীর মোখলেছুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন আলহেরা এডুকেয়ার হোম স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান, উপজেলা শিবিরের সভাপতি নাজমুল ইসলাম, সেক্রেটারি মিঠু ও ক্লাবের অন্যতম সদস্য আবুল হাসান সহ আরো অনেকে।

ক্লাবটির প্রতিষ্ঠাতা মাহফুজার রহমান মোহাব্বত ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, এই কর্মশালা শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তিগত চেতনা জাগ্রত করেছে। তাই ভবিষ্যতে এ ক্লাবে অংশগ্রহণকারী

শিক্ষার্থীদের বিশ্বমানের দক্ষতা অর্জনে সহায়তা করবে।

শতাধিক শিক্ষার্থীকে রোবোটিক্সের হাতেখড়ি শেখাতে পেরে নিজেকে ধন্য মনে করে ক্লাবের অন্যতম সদস্য আবুল হাসান বলেন, এই কর্মশালা শিক্ষার্থীদের প্রযুক্তি বিষয়ে আগ্রহ বেড়ে নতুন সম্ভাবনার উন্মোচন করেছে। তাই এ সাইন্স ক্লাব ভবিষ্যতেও শিক্ষার্থীদের আরও দক্ষতা বৃদ্ধিতে এরকম কর্মশালা আয়োজনের পরিকল্পনা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category