আল ইকরাম বিপ্লব, স্টাফ রিপোর্টার: নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মার্চ ২০২৫) বিকেলে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জলঢাকা উপজেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করেন এবং তার দীর্ঘায়ু কামনা করেন। তারা বলেন, “দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা অনস্বীকার্য। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।”
এ সময় যুবদলের নেতারা দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আন্দোলন এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের কর্মসূচি আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।
উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুর হক বাবু’র সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন—
নীলফামারী জেলা বিএনপি: সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ আলী, সহ-সভাপতি আহমেদ সাঈদ চৌধুরী (ডিটু), যুগ্ম সাধারণ সম্পাদক খুরশিদ আলম আলো, সদস্য রুহুল আজাদ।
উপজেলা স্বেচ্ছাসেবক দল: আহ্বায়ক আলমগীর ইসলাম।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, নীলফামারী জেলা শাখা: মজলিসে সুরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, উপজেলা আমীর মোখলেছুর রহমান।
জাতীয় নাগরিক পার্টি: প্রতিনিধি মোহাইমেনুর রহমান সানা।
ছাত্রদল: যুগ্ম আহ্বায়ক সাদেক হোসেন খোকা, জলঢাকা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবু সাঈদ শাকিল।
উপজেলা জিয়া পরিষদ: সদস্য সচিব আশিকুজ্জামান দোলন।
পৌর সমবায় দল: সদস্য সচিব মিজানুর রহমান মিজু।
এছাড়াও স্থানীয় প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক সংগঠন, শিক্ষাবিদ, রাজনৈতিক ও সুধী সমাজের ব্যক্তিবর্গসহ উপজেলা বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিলে নেতাকর্মীরা দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আন্দোলন সুসংহত করার অঙ্গীকার ব্যক্ত করেন। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন কর্মসূচির আয়োজনের আশ্বাস দেন তারা।