• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন |
Headline :
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে তুহিনের দেশে আগমনে উচ্ছ্বসিত নীলফামারীবাসী জলঢাকায় জামায়াতের জনসভায় দ্রুত তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন চাই জানালেন – ডা.শফিকুর রহমান নীলফামারীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে আবু ছাইদার রহমান স্বারক বৃত্তি প্রদান নবগঠিত নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা আওয়ামিলীগ সরকার দেশকে সোনার বাংলা করতে গিয়ে শ্মশান বাংলায় পরিনত করেছে : ডা. শফিকুর রহমান চীনের হাসপাতাল নীলফামারীতে করার দাবিতে মানববন্ধন পেশিশক্তির নির্বাচন দেখতে চায় না জনগন: ডা. শফিকুর রহমান সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না জলঢাকায় জনসভায় জামায়াতের আমীর ড. শফিকুর রহমান   পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, হাসপাতালে ভর্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে তুহিনের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নীলফামারীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে আবু ছাইদার রহমান স্বারক বৃত্তি প্রদান

নাসির উদ্দিন শাহ মিলন: বার্তা সম্পাদক / ১৪ Time View
Update : রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন

নীলফামারীতে মেধাবী ১২জন শিক্ষার্থীদের মাঝে আবু ছাইদার রহমান স্বারক বৃত্তি-২০২৪ প্রদান করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে রামগঞ্জ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে ছাইদার-আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে এই বৃত্তি প্রদান করা হয় । এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের ক্যারিয়ার প্ল্যানিং ও প্রশিক্ষণ অনুবিভাগের যুগ্ম-সচিব মো. রায়হান আখতার।

আমন্ত্রিত অতিথি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের বানিজ্যিক অডিট অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ খাদেমুল বাশার, রামগঞ্জ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি রাহেদুল ইসলাম দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম বক্তৃতা দেন। এতে সভাপতিত্ব করেন ছাইদার-আনোয়ারা ফাউন্ডেশনের সভাপতি মো. শফিকুল ইসলাম ও সঞ্চালনা করেন জলঢাকা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. জুলফিকার আলী।
এসময় বক্তারা বলেন, এ ধরণের বৃত্তি শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে এবং উচ্চ শিক্ষার প্রতি আগ্রহ বাড়ায়। বক্তারা আবু ছাইদার রহমানের শিক্ষা ও মানবসেবামূলক অবদানের কথা স্মরণ করে বলেন, তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে নতুন প্রজন্মকে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
এসময় রামগঞ্জ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোজাহারুল ইসলাম, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াসমিন সুলতানা, রাবেয়া বালিকা বিদ্যা নিকেতনের প্রাক্তন প্রধান শিক্ষক মজিবর রহমান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আক্তার, টুপামারী ইউনিয়ন বিএনপির সভাপতি মজনু চৌধুরী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


More News Of This Category