• শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন |
Headline :
চিলাহাটিতে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার, সিআইডির মাধ্যমে পরিচয় সনাক্ত জলঢাকায় উপজেলা প্রশাসনের প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নীলফামারীর কিশোরগঞ্জে দুই যুবকের আত্মহত্যা ভুক্তভোগী পরিবারকে ভয় ভীতি প্রদর্শন মামলা তুলে নিতে নানা প্রলোভন নীলফামারীতে সিএনজি ও অটো-রিক্সা চালক আন্দোলনের কমিটি গঠন সভাপতি রতন, সম্পাদক শামীম গোমনাতী ইউনিয়নে ধর্ষনের গুজবে অধ্যক্ষকে মারপিট, থানায় মামলা ছাত্রদল নেতা পারভেজের হত্যাকারীর শাস্তির দাবিতে নীলফামারীতে মানববন্ধন চীনের উপহারের হাসপাতাল নীলফামারীর টেক্সটাইল মাঠে স্থাপনের দাবিতে মানববন্ধন দুদক দুর্নীতি করে এটা মোটেও উড়িয়ে দেওয়া যায় না: দুদক চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে তুহিনের দেশে আগমনে উচ্ছ্বসিত নীলফামারীবাসী

নীলফামারীর কিশোরগঞ্জে দুই যুবকের আত্মহত্যা

জয়নাল আবেদীন হিরো, স্টাফ রির্পোটার : / ৯ Time View
Update : শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন

জয়নাল আবেদীন হিরো, স্টাফ রির্পোটার :নীলফামারীর কিশোরগঞ্জে নববিবাহিতা স্ত্রী বাড়িতে না আসায় ও প্রেমিকা অন্যত্র বিয়ে করায় পৃথকস্থানে দুই যুবক আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার দুপুরে ও বুধবার সন্ধায় তারা নিজ-নিজ বাড়িতে গলায় ফাঁস দেন। নিহতরা হলেন, উত্তর চাঁদখানা মুন্সিপাড়া গ্রামের ফেরদৌস আলমের ছেলে খায়রুল ইসলাম (২৩) ও গাড়াগ্রাম দোলারপাড়া গ্রামের ছদো মিয়ার ছেলে সুমন ইসলাম (২২)।

স্থানীয়রা জানান, পারিবারিকভাবে ৩ মাস আগে খাইরুলের বিয়ে হয়। নববিবাহিতা স্ত্রী তার বাপের বাড়ি বেড়াতে যায়। বুধবার বিকালে স্ত্রীকে বাড়িতে আসার জন্য মোবাইলে খবর দেয়। তার স্ত্রী আসতে রাজি না হলে সন্ধ্যায় নিজ ঘরে রশি দিয়ে গলায় ফাঁস দেয়।

এদিকে বুধবার রাতে সুমনের প্রেমিকার অন্যত্র বিয়ে হয়। এ খবর জানতে পেরে নিজ ঘরে গলায় রশি দিয়ে ফাঁস দেয়।
কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পৃথক ইউডি মামলা হয়েছে। মরদেহ তাদের পরিবারের কাছে হস্তন্তর করা হয়েছে।


More News Of This Category