• শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১০:১৩ অপরাহ্ন |
Headline :
চিলাহাটিতে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার, সিআইডির মাধ্যমে পরিচয় সনাক্ত জলঢাকায় উপজেলা প্রশাসনের প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নীলফামারীর কিশোরগঞ্জে দুই যুবকের আত্মহত্যা ভুক্তভোগী পরিবারকে ভয় ভীতি প্রদর্শন মামলা তুলে নিতে নানা প্রলোভন নীলফামারীতে সিএনজি ও অটো-রিক্সা চালক আন্দোলনের কমিটি গঠন সভাপতি রতন, সম্পাদক শামীম গোমনাতী ইউনিয়নে ধর্ষনের গুজবে অধ্যক্ষকে মারপিট, থানায় মামলা ছাত্রদল নেতা পারভেজের হত্যাকারীর শাস্তির দাবিতে নীলফামারীতে মানববন্ধন চীনের উপহারের হাসপাতাল নীলফামারীর টেক্সটাইল মাঠে স্থাপনের দাবিতে মানববন্ধন দুদক দুর্নীতি করে এটা মোটেও উড়িয়ে দেওয়া যায় না: দুদক চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে তুহিনের দেশে আগমনে উচ্ছ্বসিত নীলফামারীবাসী

জলঢাকায় উপজেলা প্রশাসনের প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আল ইকরাম বিপ্লব, স্টাফ রিপোর্টার / ১১ Time View
Update : শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১০:১৩ অপরাহ্ন

আল ইকরাম বিপ্লব, স্টাফ রিপোর্টার: নীলফামারী: নীলফামারীর জলঢাকায় ডিমলা ও জলঢাকা উপজেলা প্রশাসনের অফিসার্স ক্লাব এর সদস্যদের নিয়ে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জলঢাকা স্টেডিয়ামে আয়োজিত এই টুর্নামেন্টে ডিমলা অফিসার্স ক্লাব এবং জলঢাকা অফিসার্স ক্লাব এর সদস্যরা খেলায় অংশগ্রহণ করেন।

দুই উপজেলা প্রশাসনের অফিসার্স ক্লাব এর সদস্যরা খেলায় অংশ নিয়ে মাঠে চমৎকার প্রতিদ্বন্দ্বিতা উপস্থাপন করেন। খেলায় ডিমলা উপজেলা প্রশাসন ২-১ গোলে জলঢাকা উপজেলা প্রশাসনকে পরাজিত করে বিজয়ী হয়। মাঠে উপস্থিত দর্শকরা উল্লাসিত হয়ে খেলাটি উপভোগ করেন এবং দুই দলের সদস্যদের দক্ষতা এবং খেলার মানের প্রশংসা করেন।

খেলা শেষে ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি বিজয়ী দলের প্রতিনিধিত্বকারী ডিমলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়ার হাতে তুলে দেন জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার জাইদ ইমরুল মোজাক্কিন। এ সময় উভয় নির্বাহী কর্মকর্তা খেলোয়াড়দের সৌহার্দ্যপূর্ণ অংশগ্রহণের প্রশংসা করেন এবং এমন আয়োজনে সকলের মিলিত হয়ে একত্রে খেলতে পারাকে অত্যন্ত ইতিবাচক বলে উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন দুই উপজেলা প্রশাসনের সকল অফিসার, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, যারা খেলায় অংশগ্রহণ করেন এবং প্রতিযোগিতার সফল বাস্তবায়নে ভূমিকা রাখেন।


More News Of This Category