• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:২০ অপরাহ্ন |
Headline :
তারেক রহমানের নির্দেশনায় বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শীতবস্ত্র বিতরণ ডিমলায় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক গ্রেপ্তার। নীলফামারীতে পুরষ্কার বিতরণী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ জলঢাকায় খ্রীস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের উৎসব পালিত তিস্তা নিয়ে বৃহৎ পরিসরে পরিকল্পনা গ্রহণ করা হবে: উপদেষ্টা আসিফ মাহমুদ উন্নয়ন বঞ্চিত উত্তরাঞ্চল থেকে সমস্ত বৈষম্য দুর করা হবে : উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জোড়াবাড়ীতে যুব সংঘের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত জলঢাকায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ  ডোমারে প্রমীলা ফুটবল জয়পুরহাটের জয়লাভ সমাপনী দিনে মঞ্চায়িত হলো শিশু নাটক  “মায়াকানন “

জলঢাকায় খ্রীস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের উৎসব পালিত

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারী / ৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:২০ অপরাহ্ন

আবেদ আলী: নীলফামারীর জলঢাকায় নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে খ্রীস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এ উপলক্ষে বুধবার (২৫ ডিসেম্বর) সকালে পৌরসভার চেরেঙ্গা বটতলীতে গ্রেস এন্ড ট্রুথ চার্চ গির্জায় বড়দিনের কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এর আগে গ্রেস এন্ড ট্রুথ চার্চের নির্বাহী পরিচালক মাইকেল মোশারফ হোসেনের সভাপতিত্বে অনু্ষ্ঠিত আলোচনা সভায় যীশু খ্রিষ্টের জীবনী নিয়ে বক্তব্য রাখেন, পৌরসভার সাবেক প্যানেল মেয়র রঞ্জিৎ কুমার রায়, থানার এএসআই পরিতোষ চন্দ্র রায়, আমরুলবাড়ি নিউ লাইফ চার্চের পাস্টর বীর মুক্তিযোদ্ধা শ্রীবাস চন্দ্র রায় ও নিউ লাইফ খ্রিস্টিয়ান ফেলোশিপ চার্চের পাস্টর নরেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, পথভ্রষ্ট মানুষকে সত্য ও ন্যায়ের পথে আহ্বান জানাতে গিয়ে তাকে (যিশু খ্রিষ্ট) অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। তবুও তিনি মানুষের মধ্যে ভালোবাসা, সেবা, ক্ষমা, মমত্ববোধ, সহানুভূতি ও ন্যায় প্রতিষ্ঠাসহ শান্তিপূর্ণ অবস্থানের শিক্ষা প্রচার করে গেছেন। বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ঐক্য স্থাপনসহ বর্তমান যুদ্ধ-বিগ্রহপূর্ণ বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যিশু খ্রিষ্টের শিক্ষা ও আদর্শ তুলে ধরা হয় আলোচনায়। আলোচনা শেষে উপহার বিতরণ এবং খ্রিস্টান ধর্মানুসারীরা বিশেষ প্রার্থনায় মিলিত হন। এর আগে চেরেঙ্গা নিউ লাইফ খ্রিস্টিয়ান ফেলোশিপ ও আমরুলবাড়ি নিউ লাইফ চার্চ সহ উপজেলার বিভিন্ন চার্চে এ বড়দিনের উৎসব পালন করা হয। বড়দিন উপলক্ষে খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ দেশ এবং মানুষের শান্তি ও কল্যাণ কামনা প্রার্থনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category