• শনিবার, ১০ মে ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন |
Headline :
নীলফামারীতে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক অনিয়ম-দূর্নীতি আ.লীগের দোসর আরএমও শামসুদ্দোহার ডোমারে ইউএনও শায়লার যোগদান এবং নাজমুলের বিদায় সংবর্ধনা ধরনিগঞ্জে রাস্তায় খড় শুকাতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় প্রান গেল দিলীপের নীলফামারীতে সুপ্রীম সীডের মেগা মাঠ দিবস অনুষ্ঠিত চীনের উপহারের হাসপাতালের জন্য নীলফামারীর প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন যুগ্ম-সচিব উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদকের নের্তৃত্বে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ তারেক রহমানের খালাতো ভাইয়ের মুক্তির দাবিতে উত্তাল নীলফামারী জেলা বিএনপি জলঢাকায় ২১টি হাট ইজারা থেকে রাজস্ব আয় দুই কোটি ৫০ লাখ টাকা ছাড়াল নীলফামারীতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

মহানবীকে নিয়ে কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ডোমারে এক যুবক গ্রেফতার

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারী / ৩৭ Time View
Update : শনিবার, ১০ মে ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলার ১০নং হরিণচড়া ইউনিয়নের হরিহরা গ্রামের বিজয় দাস (২৩) নামে এক যুবক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) নিয়ে কটুক্তিসহ ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তাকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। এঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে গতকাল ২রা মে শুক্রবার সকালে বিজয় দাস তার ফেসবুক আইডিতে হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন,এরপর বিকেলে সে ধরনিগঞ্জ হাটে এলে এলাকাবাসী তাকে আটক করে, বিষয়টি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছালে বিক্ষুব্ধ জনতা বিজয় দাসকে পুলিশের হাতে সোপর্দ করে।

উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে রাতেই ডোমার থানায় মামলা নং-০২ তারিখ ২রা মে ২০২৫ইং দায়ের করা হয়েছে।

ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিষয়টি নিয়ে ডোমার সদরসহ বিভিন্ন এলাকায় বিজয় দাসের বিচারের দাবিতে দফায় দফায় বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী।

এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, সংবাদ পেয়ে বিকেলে ধরনিগঞ্জ হাটে বর্নিত ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। আজকে ৩রা মে শনিবার সকালে আইনি প্রক্রিয়া শেষে বর্নিত ব্যক্তিকে বিঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য যে,বিজয় দাস উপজেলার ১০নং হরিণচড়া ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের হরিহরা গ্রামের সুরেশ দাসের পুত্র।


More News Of This Category